বাগিচা শ্রমিকদের নূন্যতম মজুরি, চা সুন্দরী প্রকল্প সহ উত্তরবঙ্গের চা শিল্পের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ এক বৈঠকে বসতে চলেছে। মুখ্যসচিব মনোজ পন্থ-এর পৌরোহিত্যে নবান্নে বেলা ২ টো নাগাদ ওই বৈঠকে উপস্থিত থাকবেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম সচিব, ভারতীয় চা পর্ষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান। চিঠি পাঠিয়ে চা বাগানের মালিক সংগঠন, ক্ষুদ্র চা চাষী সংগঠনের প্রতিনিধিদেরকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের ৬ জেলার জেলাশাসকরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন।