বাংলাদেশ সরকার, ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং ভারতের একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ কোর্সে সে দেশের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করেছে। আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গত মাসের ৩০ তারিখে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ১০ থেকে বিশে ফেব্রুয়ারি ঐ আধিকারিকদের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।
২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়।