বাংলাদেশ উপকূলের অবস্থিত নিম্নচাপটি পশ্চিম – উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশ ও পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। আজ সন্ধ্যার মধ্যে এটি আরও পশ্চিম ও উত্তর – পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। কলকাতার ডপলার ওয়েদার র্যাডারের মাধ্যমে এর ওপর নজর রাখা হচ্ছে।
এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।
দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী ও কলকাতায় আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ । সুন্দরবন উপকূলে ঘণ্টায় ৫০ -৬০ কিলোমিটার বেগে ঝড় বইছে। এর জেরে, কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর ও পাথর প্রতিমায় একাধিক কাচাবাড়ি, গাছ ও পানের বরজ ভেঙে পড়েছে।
মালদা জেলায় আজ সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে।
বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতার পাশাপাশি দুই বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে।
সর্বোচ্চ ৫৫ কিলোটমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগণা জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে পাড়ি না দেবার পরামর্শ দেওয়া হয়েছে।