মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 16, 2024 1:32 PM

printer

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহমদ ইউনুস আজ বলেছেন, আগামী বছর শেষ এবং ২০২৬-এর প্রথম অর্ধের মাঝামাঝি কোনো সময়ে, প্রয়োজনীয় সংস্কার সাধনের পর সেদেশের সাধারণ নির্বাচন হতে পারে।

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহমদ ইউনূস আজ বলেছেন, আগামী বছর শেষ এবং ২০২৬-এর প্রথম অর্ধের মাঝামাঝি কোনো সময়ে, প্রয়োজনীয় সংস্কার সাধনের পর সেদেশের সাধারণ নির্বাচন হতে পারে।

‘বিজয় দিবস’ উপলক্ষ্যে আজ এক অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন, নির্বাচনের তারিখ স্থির হতে পারে ২০২৫-এর শেষ এবং ২০২৬-এর প্রথম দিকের মধ্যে। বাংলাদেশ টেলিভিশন এবং বি-টিভি ওয়ার্ল্ড এই অনুষ্ঠান সম্প্রচার করছিল। ইউনূস বলেন, নির্বাচনী সংস্কার কমিশনের প্রস্তাবের ওপর সাধারণ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে। এর পাশাপাশি, সংবিধান সংস্কার কমিশন’ও বর্তমানে এবিষয়ে মূল্যায়ন করছে।

 উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল- বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি- BNP, গত তিনমাস ধরে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন ঘোষণার বিষয়ে চাপ দিয়ে আসছে। গতকাল BNP-র কার্যনির্বাহী সভাপতি তারিখ রহমান বলেন, সাধারণ মানুষের অধিকার আছে, অন্তর্বর্তী সরকারের কাছে জানার, যে সংস্কার হতে আরো কত সময় লাগবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুললে, সরকারের উপদেষ্টার মুখ ম্লান হয়ে যাওয়ার মানে, সাধারণ মানুষের আশার বিপরীতে কোনো কাজ হচ্ছে। এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ঢাকায়, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের জাতীয় স্মারকে শ্রদ্ধা জানান। ডক্টর মহমদ ইউনূস এবং তিমোর লেস্টের যোশ রামোশ হোর্তার রাষ্ট্রপতিও পুষ্পার্ঘ্য নিবেদন করে জাতীয় স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের তরফেও সেদেশের মানুষকে শুভেচ্ছা জানানো হয়।

    উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনেই জেনারেল এ কে নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানের ৯০ হাজার সেনা সহ ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সংযুক্ত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন