বাংলাদেশে নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়েছেন।
সেদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন গতকাল সংসদ ভেঙে দেওয়ার পর মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করেন। তার আগে রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে তিনি সামরিক বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানেই ইউনুসের নাম স্হির হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন গতকাল গভীর রাতে সাংবাদিকদের জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার পর অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।
এর আগে বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জানানো হয়, ৮৪ বছর বয়সী ইউনুস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন।
উল্লেখ্য, ইউনুস ২০০৬ সালে গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে তাঁর দারিদ্র বিরোধী কর্মকান্ডের জন্য নোবেল শান্তি পুরস্কার পান।
এদিকে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বি এন পি-র প্রধান, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ৭৯ বছরের বেগম খালেদা কিডনি, ফুসফুস, হৃদরোগ সহ বিভিন্ন সমস্যা নিয়ে এতোদিন গৃহবন্দী ছিলেন।
অন্যদিকে, সোমবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর সেনাবাহিনী দায়িত্বভার গ্রহণ করার পরেও বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর মিলেছে।
পশ্চিমাঞ্চলীয় যশোর শহরে আওয়ামি লিগের এক নেতার হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হলে অন্তত ২৪ জন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ।
জুলাই-এর মাঝামাঝি সময় থেকে দেশে যে তুমুল অশান্তি চলেছে, তাতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪০ জনের।