বাংলাদেশে ধৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নিয়ে আজ শুনানি থাকলেও, তাঁর পক্ষের কোনো আইনজীবি চট্টগ্রাম আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন পিছিয়ে গেছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২রা জানুয়ারী।
উল্লেখ্য, গত ২৫শে নভেম্বর বাংলাদেশ সম্মীলিত সনাতনী জাগরণ জোটের এই মুখপাত্র সন্ন্যাসীকে মহমদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার করে। গত সপ্তাহেও তাঁর জামিন খারিজ হয়ে যায়। জানা গেছে, সেই সময় বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের আইনজীবি চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে থাকলেও, পরে নানা ঘটনায় এবং কোর্ট চত্বরে হিংসা ও ভাঙ্গচুরের অভিযোগে তাঁদের অধিকাংশকেই গ্রেপ্তার করে সেদেশের পুলিশ।