বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মৃত্যুর ঘটনায় আজ জাতীয় শোক পালন করছে সেদেশের সরকার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাবিনেট সচিব মহম্মদ মেহবুব হোসেন সাংবাদিকদের জানান, এদিন সকলে কালো ব্যাজ পরে মসজিদ ও মন্দিরে প্রার্থনা করবেন।
উল্লেখ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে হিংসার ঘটনায় দেড়শো জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ ।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।