মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 2, 2024 10:06 PM

printer

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এ ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি। বিধানসভায় আজ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী দাবি করেন গত ১০ দিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক বহু ঘটনা ঘটলেও সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব।

মুখ্যমন্ত্রী জানান, ভুল করে জলসীমা অতিক্রম করায় এ রাজ্যের ৭৯ জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানায় আটক করে রাখা হয়েছে। রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হয়েছে। তা স্বত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি। অতীতে এরকম ঘটনা কখনো ঘটেনি। অথচ বাংলাদেশী ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে সে  দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে বসবাসরত এ রাজ্যের বহু মানুষের পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আজ উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দেন তিনি।

এদিকে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দল বিজেপির  ভূমিকার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যরা মিটিং মিছিল করে প্ররোচনা মূলক ভাষণ দিচ্ছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রস্তাব হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে বিবেচনার জন্য পাঠানো হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন