মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 24, 2024 11:22 AM

printer

বাংলাদেশে আওয়ামী লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলিগকে অধ্যাপক মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশে আওয়ামী লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলিগকে অধ্যাপক মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে গতকাল স্বরাষ্ট্র দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে। বাংলাদেশ ছাত্রলিগ ৭৬ বছরের পুরনো আওয়ামীলিগ সমর্থিত একটি ছাত্র সংগঠন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে ছাত্রাবাসগুলিতে খুন, ধর্ষণ, অত্যাচার, হেনস্থা এবং টেন্ডার দুর্নীতিতে জড়িত ছিল। সেখানে আরও বলা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষোড়যন্ত্র, ধ্বংস এবং বিভিদ হিংসাশ্রয়ী কার্যকলাপে বাংলাদেশ ছাত্রলিগের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮ (এক) ধারায় এই সংগঠনকে তৎক্ষণাৎ নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি গতকাল জারি হয়। আওয়ামীলিগ নেতা বাহাউদ্দিন নাসিম অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন, বাংলাদেশ ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা মুক্তি যুদ্ধের আত্মা এবং  সংবিধানের ওপর সরাসরি আক্রমণ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন