মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 21, 2024 5:50 PM

printer

বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে অবৈধ বলে অভিহিত করেছে

কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সরকারী চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ এবং সংরক্ষণের হার ৭ শতাংশে সীমাবন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, ৭১-এর মুক্তি যুদ্ধের শরিক নাগরিকদের আত্মীয়দের সংরক্ষণ ৩০ শতাংশের বদলে হবে ৫ শতাংশ। জনজাতিদের জন্য সংরক্ষিত থাকবে ১ শতাংশ এবং প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ। কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট বে-আইনী আখ্যা দিয়েছে বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল A M আমিনুদ্দিন সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮-য় শেখ হাসিনা সরকার কোটা ব্যবস্থা বাতিল করলেও গত মাসে সেই নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট।
বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতোমধ্যেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে শতাধিক বিক্ষোভকারীর। আহতের সংখ্যা কয়েক হাজার। যদিও সরকারীভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। দেশজুড়ে বলবৎ থাকা কার্ফিউ-এর মেয়াদ বাড়ানো হয়েছে। হিংসা নিয়ন্ত্রণে আনতে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন