বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদী এবং সমাজতান্ত্রিক শব্দগুলি বাদ দেওয়া হতে চলেছে। ডঃ মুহাম্মদ ইউনুস এর প্রশাসন যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিল, তাদের সুপারিশে এই কথা বলা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ এর নেতৃত্বে এই কমিশন এছাড়াও সেদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে কোন ব্যক্তি সর্বোচ্চ দুবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন বলে কমিশন তাদের সুপারিশে জানিয়েছে। যে কোন ধরনের সংবিধান সংশোধন করতে গণভোটের প্রস্তাবও এই সুপারিশে রাখা হয়েছে।
বাংলাদেশ সংবিধানের ৮ নম্বর ধারায় ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রনীতির প্রধান ধারণা হিসেবে দেখানো হয়েছে। যদিও ১৯৮৮ সালে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হিসাবে ঘোষণা করা হয়।