বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সাহায্য অর্ধেক করার সিদ্ধান্ত বদল করছে রাষ্ট্রসংঘের সংস্থা World Food Programme । সংস্থার আধিকারিক, কুন লি বলেন, আন্তর্জাতিক সাহায্য সময়মত পাওয়াতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র ৭ কোটি ৩০ লক্ষ ডলার অর্থ সাহায্য করেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিভিন্ন খাতে USAID বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায়, এই ত্রাণ সাহায্য মাথপিছু ১২.৫০ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কক্স বাজারের শরণার্থীরা জনপ্রতি ১২ ডলার এবং ভাসান চরের শরণার্থীরা ১৩ ডলার করে অর্থ সাহায্য পাবেন বলে বাংলাদেশ শরণার্থী সংস্থার মুখপাত্র শামসুদ দুজা নয়ন জানান।