বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার আজ নতুন নির্বাচন কমিশন গঠন করেছে। পাঁচ সদস্যের এই কমিশনের নেতৃত্ব দেবেন প্রাক্তন সচিব এএমএম নাসির উদ্দিন। তিনি আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০০৯ এর জানুয়ারিতে তিনি অবসর গ্রহণ করেন।
অন্য চার সদস্য হলেন প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার; প্রাক্তন জেলা ও সেশন বিচারক আবদুর রহমানেল মাসুদ; প্রাক্তন যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ; এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।