মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 11, 2024 1:01 PM

printer

বাংলাদেশের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ৮৮টি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার ৭০

এবছরের ৫ই আগষ্ট থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের  বিরুদ্ধে আক্রমণের ঘটনায় ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এইসব ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাংবাদিকদের একথা জানিয়েছেন। সুনামগঞ্জ, নরসিংডি, চট্টগ্রাম এবং ঢাকায় সংখ্যালঘুদের ওপর আক্রমণের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এই ধরণের ঘটনায় মামলা এবং গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। কারণ বিভিন্ন স্থান থেকে নতুন কিছু ঘটনার খবর পাওয়া যাচ্ছে বলে বাংলাদেশ সংবাদসংস্থা জানিয়েছে। আলম জানান, পরে এইসব ঘটনা বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, এই ধরণের হিংসাত্মক ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার করা হবে এবং শাস্তির ব্যাবস্থা করা হবে। তিনি জানান, দায়ের হওয়া মামলাগুলির মধ্যে বেশকিছু পুরোনো শাসকদলের সদস্যদের বিরুদ্ধে হিংসার ঘটনাও রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন