বাংলাদেশের গাজিপুরে গত শুক্রবার রাতে আওয়ামী লিগের প্রাক্তন মন্ত্রী মজ্জামেম হকের বাসভবনে ভাঙচুর এবং লুঠতরাজ করতে গিয়ে কমপক্ষে ১৪ জন দুষ্কৃতি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেদেশের বহুল প্রচারিত সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, শুক্রবার রাতে একদল প্রতিবাদী ছাত্র এবং সাধারণ জনগণ হকের বাসভবনে ভাঙচুর চালাবার সময় নিকটবর্তী মসজিদে মাইক্ ব্যবহার করে ঘোষণা করা হয়, প্রাক্তন মন্ত্রীর বাসভবনে ডাকাত দল আক্রমণ করেছে। এদের প্রতিহত করতে সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়া হয়। এই ঘোষণা শোনার পর স্হানীয় মানুষজন দুষ্কৃতিদের ঘিরে ধরে মারধোর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্হলে পৌঁছে আহতদের গাজিপুর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ এবং সেনা বাহিনী ঘটনাস্হল ঘিরে রেখে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে বলে সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে। গত তিনদিনে এই প্রথম শেখ হাসিনা দলের কর্মীরা এবং সাধারণ মানুষ দুষ্কৃতিদের প্রতিরোধ করলো।
এদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি গত দু দিনে ঢাকায় মুজিব স্মৃতি সংগ্রহালয় ভাঙচুর এবং বাংলাদেশজুড়ে ভাঙচুর এবং হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে, ইউনূস প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছে। সংস্হাটি পরিস্হিতির মোকাবিলায় বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয় অবস্হানের নিন্দা জানিয়েছে। পরিস্হিতি নিয়ন্ত্রণে বংলাদেশ সরকার কেবল বিবৃতি দেওয়া ছাড়া আরও কোনো পদক্ষেপই নেয়নি বলে টিআইবি অভিযোগ করেছে।