মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 2, 2024 6:14 PM

printer

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারী জানিয়েছেন, হেফাজতে থাকার সময় তাদের আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারী জানিয়েছেন, ঢাকা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের হেফাজতে থাকার সময় তাদের আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়। আজ সকালে পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর সমন্বয়কারীদের পক্ষ থেকে জারি করা এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেছেন, নিরাপত্তার নামে সাত দিন ধরে তাদের জোর করে আটকে রাখা হয়েছিল।  আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলন চলাকালীন ছাত্র-ছাত্রী ও নাগরিকদের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলবে বলেও তারা জানিয়েছেন।

এছাড়া, ন’দফা দাবিতে এবং হত্যা ও গণগ্রেপ্তারের বিরোধিতা করে আজ সারা দেশের পড়ুয়ারা মিছিল বার করে। আফতাব নগর এর উত্তরায় এবং শাহবাগে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী স্লোগান দিতে দিতে রাস্তায় নামেন। উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে সিলেট এবং হবিগঞ্জেও।

উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে গত ১৮ জুলাই থেকে ১৫ দিনে  সারা দেশে পড়ুয়া সহ গ্রেফতারীর সংখ্যা প্রায় এগারো হাজার।

অন্যদিকে, রাষ্ট্রসংঘ, বাংলাদেশের আন্দোলনে লাইভ ফায়ার অস্ত্র ব্যবহারের নিন্দা করেছে। রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারেক জানিয়েছেন, বাংলাদেশই হোক বা অন্য কোথাও সরকারের উচিত, শান্তিপূর্ণ আন্দোলনকে সুনিশ্চিত করতে জনগণের অধিকারকে রক্ষা করা। সাংবাদিকদের অধিকারও যাতে বিঘ্নিত না হয় তা দেখাও সরকারের কর্তব্য বলে দুজারেক জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন