বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন সাধারণ নির্বাচন কবে হবে, সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং বাংলাদেশের জনগণই অন্তর্বর্তী সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি আরও বলেন, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন , নির্বাচনী ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনুস আরও বলেন, নির্বাচনের মূল লক্ষ্য দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা চালু করা।
বিদেশনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা হবে তাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। তিনি আরও বলেন, ঢাকা মানবাধিকারসহ সব আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।
অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার আনার জন্য জাতীয় ঐক্যে বিশ্বাস করে। নারী, শিশু, ভিন্ন ভাবে সক্ষম ও ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী সকলেই সেদেশের নাগরিক এবং আইন অনুযায়ী সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে এগুলি নিশ্চিত করা হবে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিশট পার্টি বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট মতামত চান।