বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কমিউনিস্ট নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জীবন থেকে শিক্ষা নিয়ে যাতে সমস্ত বাধা কাটিয়ে ওঠা যায়, সেজন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১ তম জন্মদিন উপলক্ষে গতকাল নিউটাউনে জ্যোতি বসু সেন্টারের নির্মীয়মান ভবন প্রাঙ্গণে আয়োজিত ‘প্রসঙ্গ জ্যোতি বসু’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে সেলিম দলের মধ্যে থাকা দুই মেরুর সদস্যদের ভারসাম্য রক্ষা করার পরামর্শ দেন। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ জ্যোতি বসুর সঙ্গে তাঁর বিভিন্ন সময়কার কথাবার্তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রবীণ সিপিআইএম নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সম্পাদক সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিরসদস্য রবীন দেব। দিনটি উপলক্ষে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিআইএম এর কলকাতা জেলা কমিটির পক্ষে আয়োজিত এক রক্তদান শিবিরে ১৫ জন মহিলা সহ মোট ১৩০ জন রক্ত দান করেন।