মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 27, 2024 8:56 AM

printer

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকের সূচনা হয়েছে।

নানান অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপতিদের পাওয়া নির্দিষ্ট কিছু উপহার রাষ্ট্রপতি ভবন, ই-উপহার পোর্টালের মাধ্যমে নিলাম করবে। রাষ্ট্রপতি পদে তাঁর দু বছরের কার্যকালের বর্ষপূর্তিতে দ্রৌপদী মূর্মূ এই পোর্টালটির সূচনা করেছেন। প্রথম পর্যায়ে আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া নিলামপর্বে আড়াইশোটির মতো উপহার নিলাম করা হবে। এই পর্ব চলবে ২৬শে আগষ্ট পর্যন্ত। তা শেষ হলে সর্বোচ্চ দর যিনি দিয়েছেন তাঁর কাছে এই উপহার পৌঁছে যাবে। উপহার ডট রাষ্ট্রপতি ভবন ডট গভ ডট ইন পোর্টালে গিয়ে দর জানাতে পারবেন আগ্রহীরা। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে জনগনের অংশগ্রহন শুধুমাত্র বাড়ানোই নয়, এক মহান উদ্দেশ্যেই এই নিলাম করা হয়ে থাকে। নিলাম থেকে আসা অর্থ অসহায় শিশুদের জন্য ব্যবহৃত হয়। যে উপহারগুলি নিলাম করা হবে তা রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে জনসাধারনের জন্য রাখা থাকবে। পোর্টালের মাধ্যমে টিকিট কেটে মঙ্গল থেকে রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগুলি দেখতে পারবেন সাধারণ মানুষ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন