মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 25, 2024 9:37 AM

printer

বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে দুষ্কৃতিদের অনুপ্রবেশ এবং বি এস এফ জওয়ানের অপহরণের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি-র কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে দুষ্কৃতিদের অনুপ্রবেশ এবং বি এস এফ জওয়ানের অপহরণের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি-র কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। খবরে প্রকাশ ভারতের দিনাজপুরের বিরল সীমান্তে রুটিন মাফিক টহলদারির সময় ১৫ – ২০ জন দুষ্কৃতির একটি দল ভারতীয় সীমান্তে ঢুকে ওই জওয়ানকে জোর করে বাংলাদেশে নিয়ে গিয়ে বিজিবি-র হাতে তুলে দেয়। পরে দুই বাহিনীর সেক্টার কমান্ডারদের মধ্যে বৈঠকের পর বিজিবি ওই ভারতীয় জওয়ানকে ফেরত দেয়। বি এস এফ এক বিবৃতিতে জানিয়েছে,  ওই জওয়ানের নিরাপদে ভারতে ফিরে আসার বিষয়ে দ্রুত ব্যবস্হা নেওয়া হয়।

     অন্যদিকে, বি এস এফ এই ধরনের আগ্রাসনের নিন্দার পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বিজিবি-কে, বাংলাদেশী নাগরিকদের এধরনের অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিতে বলেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন