বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশের ঢাকায় গিয়ে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার এক বাসিন্দা মৌলবাদীদের হাতে গুরুতরভাবে জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সায়ন ঘোষ নামে ওই যুবককের কাছ থেকে ঢাকার বাগানবাড়ি এলাকায় কিছু মৌলবাদী তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেবার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁর মাথা ও মুখে গুরুতরভাবে আঘাত ও বেধড়কভাবে মারধোর করা হয় বলে তাঁর অভিযোগ। তাঁর বক্তব্য ঢাকা পুলিশ তার কোন অভিযোগ গ্রহণ করতে চায়নি। দেশে ফিরে আসার পথে গেদের ভারত – বাংলাদেশ সীমান্তের কাস্টমস্ ও অভিবাসন দফতরে সায়ন অভিযোগ দায়ের করেন। আগামীকাল তিনি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তিনি ইতমধ্যেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
প্রদেশ কংগ্রেস বাংলাদেশ পরিস্হিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, অন্য দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও অন্যায় হলে বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়।
এদিকে, আজ দুপুরে ভারত –বাংলাদেশ সীমান্তের বেনাপোল দিয়ে ইস্কনের ৪৫ জন সন্ন্যাসী ভারতে আসতে চাইলে তাদেরকে বাংলাদেশে আটকে দেওয়া হয় বলে জানা গেছে। বেনাপোলে বাংলাদেশের অভিবাসন কার্যালয় থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে খবর।
অন্যদিকে, বাংলাদেশে ইসকনের প্রাক্তন সদস্য, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে এবং তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে আজ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলে বঙ্গীয় হিন্দু জাগরন সহ একাধিক সংগঠন বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
শিলিগুড়ি ইস্কনের তরফে আজ এই ঘটনার প্রতিবাদে নাম-সংকীর্তনের আয়োজন করা হয়।