বনগাঁ পুর এলাকায় কাশ্মীরি শাল বিক্রেতাদের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পুর কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে। শাল ব্যবসার আড়ালে জঙ্গি গ্রেপ্তার হতেই বনগাঁর শাল ব্যবসায়ীদের সঠিক পরিচয় জানতে পুরসভার চেয়ারম্যান পুলিশকে চিঠি দিয়েছেন।
বনগাঁয়ে ব্যবসা করতে আসা কাশ্মীরি শাল ব্যবসায়ী ও ফেরিওয়ালাদের সঠিক পরিচয় জানার জন্যই পুরপ্রধান গোপাল শেঠের এই চিঠি। উল্লেখ্য, গত ২০শে ডিসেম্বর ক্যানিং বাজার থেকে জঙ্গি সংগঠন তেহরিক-ই-মুজাহিদিনের পান্ডা জাভেদ আহমেদ মুন্সিকে জম্মু-কাশ্মীর ও রাজ্য পুলিশের STF-এর যৌথবাহিনী গ্রেফতার করে। জাভেদ গ্রেপ্তার হবার পর ভিন রাজ্য থেকে আসা শাল ব্যবসায়ীদের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।