বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সকালে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ হিসাবে কড়াইকল এবং মহাবলীপুরমের মধ্যবর্তী উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই এবং শহরতলিতে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলীয় জেলাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
Site Admin | November 28, 2024 10:16 AM