ফ্রান্সে সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে। ৫৭৭ আসনের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৫০১ টি আসনের ফলাফল প্রকাশিত হবে।
প্রথম রাউন্ডের ভোটে বাকি ৭৬ টি আসনের ফলাফল ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। মারিন লা পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি- RN, প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট-NFP জোট ১৭২ থেকে ১৯২ টি আসন পেতে পারে। অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি- ১৩২ থেকে ১৫২ টি এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট ১৫০ থেকে ১৭০ টি আসন পেতে পারে। সে অর্থে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা পাবেনা বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়ে যা বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ।