ফৌজদারী আইনের ১২৫ ধারা অধীনে মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর তাঁর স্বামীর কাছ থেকে খোরপোষের দাবী করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। এই ধারা অধীনে এক বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীকে খোরপোষ না দেওয়ার জন্য প্রাক্তন স্বামী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচার অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, মুসলিম মহিলা বিবাহবিচ্ছেদ অধিকার সংরক্ষণ আইন, ১৯৮৬ র সেকুলার আইনের ঊর্ধ্বে হতে পারে না।
Site Admin | July 10, 2024 2:14 PM