ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেভাবে ভারতীয় নাগরিকদের শেকল বেঁধে ফেরত পাঠানো হয়েছে, সেই বিষয়ে সরকার মার্কিন কর্তৃপক্ষের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং একথা জানিয়েছেন। তিনি জানান, ভারতীয় নাগরিকদের প্রত্যর্পণের সময়ে যাতে মানবিক আচরণ করা হয়, সেই বিষয়ে নয়াদিল্লি লাগাতার ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখছে।
অন্য একটি প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮৮ জন ভারতীয় নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ১৫ হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে।