ফিলিপিন্সের ঘূর্ণিঝড় ট্রামিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০। ব্যাপক বন্যা ও ভূমিধ্বসে সারা দেশে ৩৬ জন এখনও নিখোঁজ। তাদের সন্ধানে তল্লাশি চলছে। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে ৮ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন বন্দরে আটকে আছেন। এবছর এই নিয়ে ১১ বার সামুদ্রিক ঘূর্ণিঝড় ফিলিপিন্সে আছড়ে পড়ল। লুজুন দ্বীপে মূলত বিকল ও ক্যালাবার্জন এলাকা সহ ১৬-টি অঞ্চলে প্রায় ৫৭ লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উল্লেখ্য, প্রতি বছর গড়ে প্রায় ২০-টি সামুদ্রিক ঘূর্ণিঝড় ফিলিপিন্সে আছড়ে পড়ে।