মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 7, 2024 11:55 AM

printer

ফিজি সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩ দিনের সরকারি সফরে আজ নিউজিল্যান্ড যাচ্ছেন

ফিজি সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩ দিনের সরকারি সফরে আজ নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথমে তিনি অকল্যান্ডে পৌঁছবেন। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিনডি কিরোর আমন্ত্রণে তাঁর এই সফর।

     নিউজিল্যান্ডে থাকাকালীন রাষ্ট্রপতি মুর্মূ গভর্নর জেনারেল কিরো ছাড়াও প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান এক শিক্ষা সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেওয়া এবং ভারতীয় বংশোদ্ধভূত ও ভারতবান্ধবদের সঙ্গেও তাঁর আলাপচারিতায় যোগদানের কর্মসূচী রয়েছে।

     রাষ্ট্রপতির এই সফর, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রসারিত করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

     এদিকে, দ্রৌপদী মুর্মূর ফিজি সফরকে ঐতিহাসিক হিসেবে অবিহিত করা হয়েছে। তিনি হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি, যিনি ওই দ্বীপরাষ্ট্র সফর করলেন।

ভারত ও ফিজি-র কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পুর্তি উপলক্ষে দু-দিনের এই সফরে শ্রীমতী মুর্মূ সেদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ভাষণ দেন, সেদেশের পার্লামেন্টেও।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন