ফারাক্কা ব্যারেজে গেট খুলে দেওয়ায় প্রাকৃতিক নিয়ম মেনে গঙ্গা ও পদ্মায় যে জলস্ফীতি হয়, তা স্বাভাবিক বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। ফারাক্কা বাঁধের গেট খোলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, প্রবল বৃষ্টিপাতে গঙ্গায় জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্যই ব্যারেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ফারাক্কা কোনো বাঁধ নয়, এটি এমন একটি ব্যারেজ, যাতে জলস্তর নির্দিষ্ট সীমায় পৌঁছনোর পর যে পরিমাণে জল বাড়ুক না কেন, তা ছেড়ে দেওয়া হয়। ফারাক্কা ক্যানেল দিয়ে ৪০ হাজার কিউসেক জল ছাড়ার সংস্থান রয়েছে। অত্যন্ত সতর্কভাবে গঙ্গা এবং পদ্মার ওপর স্থিত গেটগুলি খোলা হয়, যাতে গঙ্গার পাশাপাশি বাংলাদেশের প্রধান নদী পদ্মাতেও প্রবাহিত জলের মাত্রায় ভারসাম্য বজায় থাকে। নিয়ম মেনে গোটা বিষয়টি বাংলাদেশে যৌথ নদী কমিশননের আধিকারিকদের সময় মত এবং নিয়মিত জানানো হয়েছে। এই প্রসঙ্গে বেশ কিছু ভুয়ো ভিডিও এবং গুজব ছড়ানো হচ্ছে, যা মানুষের মনে ভ্রান্ত ধারণার জন্ম দিতে পারে। এরকম যেকোনো কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয় বলে শ্রী জয়সওয়াল জানান।