মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 17, 2024 9:46 PM

printer

পয়লা অক্টোবর পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ‘বেআইনি নির্মাণ’ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজ়ার চালানো যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।

পয়লা অক্টোবর পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ‘বেআইনি নির্মাণ’ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজ়ার চালানো যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তবে সরকারি রাস্তা, জলাশয়, রেললাইনের ধার বা ফুটপাথ জবরদখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণের ভাঙার ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। 

  বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আজ অপরাধের মামলায় যারা অভিযুক্ত, তাদের বাড়ি ও অন্যান্য সম্পত্তি বুলডোজ়ারের মাধ্যমে ভেঙে ফেলার সিদ্ধান্তের বিরোধিতা করে একগুচ্ছ আবেদনের শুনানী হয়। এরপরই বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ জারি করে। পয়লা অক্টোবরই মামলার পরবর্তী শুনানী।

উল্লেখ্য, বিজেপি এবং এনডিএ শরিক দলগুলি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে নিয়মনীতির তোয়াক্কা না করেই অভিযুক্তদের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে ফেলা হচ্ছে বলে বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন