মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 14, 2025 11:34 AM

printer

প্রয়াগরাজে মহাকুম্ভে আজ মকর সংক্রান্তির অমৃত স্নান চলছে

প্রয়াগরাজে মহাকুম্ভে আজ মকর সংক্রান্তির অমৃত স্নান চলছে।  ১৩টি আখড়ার প্রত্যকটির বিশেষ সময় রয়েছে। মহা নির্বানী পঞ্চায়েতী আখাড়া প্রথম পুন্য স্নান হবে ত্রিবেণী সঙ্গমে এবং শ্রী পঞ্চায়েতী আখাড়া নির্মলে শেষ পুন্য স্নান হওয়ার কথা। সমস্ত জায়গাজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

গতকাল পৌষ পূর্ণিমার শুরুতে মহাকুম্ভে প্রায় দেড়কোটিরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী পুন্য স্নান করেন। হেলিকপ্টার থেকে তাদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়। আগামী ২৬শে ফেব্রুয়ারী মহা শিবরাত্রি পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে। ১৪৪ বছর অন্তর এই বিরল মুহূর্ত আসে। সেজন্য এবারের মহাকুম্ভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৪৫ দিন ধরে এই মেলা চলার সময় থাকছে  ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্হা। প্রায় ২,৮০০ CCTV ও AI  ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। গতকাল পৌষ পূর্ণিমার পূন্য তিথিতে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মেলা মহাকুম্ভ শুরু হয়।

কেরালায় আজ সবরীমালা মন্দিরে আয়াপ্পা ভক্তরা যাচ্ছেন মাকারা ভিল্লাপু উপলক্ষে পুজো দিতে। মকরসংক্রান্তি পুন্য তিথিতে এই বার্ষরিক উৎসব আয়োজিত হয়ে থাকে। দেড় লক্ষেরও বেশি ভক্ত এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন