প্রায় আশিটি টি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলাতে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন পরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের খোঁজ চলছে। ভানুয়াতুর পুলিশ কমিশনার রবসন আইভ্রো এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন যে দুই চীনা নাগরিক সহ এখনও পর্যন্ত কমপক্ষে 14 জন নিহত হয়েছেন এবং বাণিজ্যিক ভবন, দূতাবাস এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন ধসে পড়া দুটি ভবনে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। রেড ক্রস জানিয়েছে ভানুয়াতু জুড়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় ১২ টা ৪৭ মিনিটে ৭.৩-মাত্রার ভূমিকম্প হয়।