প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের একবার বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৩-ই নভেম্বর ওই মামলার শুনানি হতে পারে।
অন্যদিকে, তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায় এবং মামলার অন্যতম অভিযুক্ত অয়ন শীলকে জেল হেফাজতে রাখার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী দল। দু-জনেরই জেল হেফাজতের মেয়াদ রয়েছে ১৩ তারিখ পর্যন্ত।
উল্লেখ্য, ইডি-র দায়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যায়। এর পাশাপাশি সিবিআই-এর দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁর জামিন সংক্রান্ত আবেদন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।