মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 26, 2025 9:18 PM

printer

প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- CBI এর চার্জশিট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু

প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা- CBI এর চার্জশিট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 

চার্জশিটে সুজয়কৃষ্ণ-সহ কয়েক জনের কথোপকথনের একটি অডিয়ো ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। অডিয়ো ক্লিপটির ‘সত্যতা’ যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি, সুজয়কৃষ্ণ এবং মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিয়োর সত্যতা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রের খবর।

 সিবিআই চার্জশীটে উল্লেখ থাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে, তা সবাই জানেন বলে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্ট্যোপাধ্যায় মন্তব্য করেছেন। সেটিং নিয়ে বিরোধীদের মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিতে চাইছে বলে তাঁর আইনজীবী সঞ্জয় বসু অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমককে দেওয়া এক  বিবৃতিতে তিনি জানান, ইডি হোক বা সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাঁর মক্কেলকে ডেকেছেন তখনই তিনি হাজিরা দিয়েছেন। প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। তারপরও যেভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে, তা থেকে স্পষ্ট অভিষেককে রাজনৈতিক কারণে বারে বারে হেনস্থা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন