প্রাথমিকে নিয়োগে ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির নিষ্পত্তি করতে সিবিআইকে অবিলম্বে দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল এই নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল তথ্য উদ্ধার করতে দেশ-বিদেশের যেকোনওবিশেষজ্ঞ ও সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই। আগের শুনানিতে ওএমআর শিটের অরিজিনাল সার্ভার বাহার্ড ডিস্কের তথ্য জানতে চেয়েছিলেন বিচারপতি। কিন্তু গতকাল সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে তিনি সন্তুষ্ট হতে পারেন নি। আর তারপরেই নির্দেশদেন, ডিজিটাল তথ্য উদ্ধার করতে সরকারি বাবেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই। এর জন্য প্রাথমিকশিক্ষা পর্ষদকে খরচ দিতে হবে।উল্লেখ্য, ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর শিট নষ্ট করাহয়েছে বলে হাই কোর্টে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য ছিল,আসল প্রতিলিপি নষ্ট করা হলেও তার ডিজিটাল তথ্য রয়েছে।
Site Admin | July 6, 2024 11:36 AM