মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 14, 2024 6:31 PM

printer

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই ঘটনায় কড়া নিন্দা করে বলেছেন, রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। তিনি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।  

এদিকে রাষ্ট্রসঙ্ঘ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির উপর হামলা তীব্র নিন্দা করেছেন।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তনীয় গুতের এই রাজনৈতিক হামলার নিন্দা করেছেন একই সঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেন।
 
 এক্স হ্যান্ডেলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতারা এই আক্রমণকে রাজনৈতিক হিংসা এবং গণতন্ত্রের উপর আক্রমণ বলে আখ্যা দিয়েছেন।
 
 মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, অপর প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সক ইয়ল, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির ওপর হামলার তীব্র নিন্দা করেছেন।একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
 
আগেই জানানো হয়েছে, গতরাতে পেনসিলভেনিয়ার বাটলারে একটি  নির্বাচনী জনসভা চলাকালীন দর্শকাসন থেকে এক ব্যক্তি বক্তৃতারত ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। স্টেজেই পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। গুলি তাঁর ডান কানের ওপরের অংশ ছুঁয়ে বেরিয়ে যায়।  সিক্রেট সার্ভিস এজেন্টরা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে সরিয়ে নিয়ে যান। পাল্টাগুলিতে আততায়ী বন্দুকবাজ ও একজন দর্শক নিহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছেপ্রাক্তন রাষ্ট্রপতি নিরাপদেই আছেন। হত্যার চেষ্টার অভিযোগ এনে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার কড়া ভাষায় নিন্দা করে বলেনকোনওরকম হিংসাকেই বরদাস্ত করা হবে না।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন