প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর লেখা নতুন বইয়ে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদিকে তিনি পরিবর্তনের কারিগর বলে চিহ্নিত করেন।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর লেখা বইতে, একটি গোটা অধ্যায় ভারত এবং দুদেশের মধ্যে সুসম্পর্কের কথা বিস্তারিত ভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদির উদ্যোগেই দু দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত হয় বলে তিনি জানান।বন্ধু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনে তাঁর প্রধানমন্ত্রীত্বের সময়ই ভারত-ইংল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় বলেও তিনি উল্লেখ করেন।