প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির আজ জন্ম শতবর্ষ। আজকের দিনটি সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হয়। জাতীয় রাজধানীতে আজ তাঁর সমাধি ক্ষেত্র সদৈভ অটল-এ শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন অটল বিহারী বাজপেয়ি। অসাধারণ বাগ্মী বাজপেয়ি জী একাধারে লেখক, কবি, সাংবাদিক, একজন নিঃস্বার্থ সমাজকর্মী এবং সর্বোপরি নেতাদের মধ্যে নেতা ছিলেন। তাঁর নেতৃত্বে ভারত সাফল্যের সঙ্গে পোখরান টু নিউক্লিয়ার পরীক্ষা চালায় এবং ১৯৯৮ সালে পরমাণু শক্তিধর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে।