প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং-এর শেষকৃত্য আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হচ্ছে। যমুনা নদীর তীরে গানস্যালুটের মাধ্যমে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে, ডক্টর সিং-এর নশ্বর দেহ কংগ্রেসের সদর দফতর থেকে নিয়ে আসা হয় নিগমবোধ ঘাটে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত রয়েছেন। তিনি প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পন করে শেষ শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, মরিশাসের বিদেশমন্ত্রী ঝনঞ্জয় রামফুল, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক সহ বহু বিশিষ্ট ব্যক্তি শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছেন।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলীয় নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃবর্গ সেখানে উপস্হিত রয়েছেন। আছেন ডঃ. সিং এর পরিবারবর্গও।
তৃণমূল কংগ্রেসের পক্ষে আছেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শিখ ধর্মের রীতি মেনে চন্দনকাঠে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে।
আকাশবাণীর দিল্লি কেন্দ্র, অন্তিম যাত্রার ধারা বিবরণী বেলা ১১-টা থেকে সম্প্রচার করছে। এছাড়াও সমস্ত আঞ্চলিক কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৬-শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্তেষ্টির জন্য দিল্লি ট্রাফিক পুলিশ আজ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে। সকাল সাতটা থেকে বেলা তিনটে পর্যন্ত রিং রোড, নিষাদরাজমার্গ, গুলেভাট রোড, শ্যামপ্রসাদ মুখার্জী মার্গ, লথিয়ান রোড ও নেতাজী সুভাষচন্দ্রমার্গে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যান-বাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজারাম কোহলিমার্গ, রাজঘাট ও যুধিষ্টি সেতুর ওপর দিয়েও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিস্মারক তৈরির জন্য সরকার একটি স্হান নির্বাচন করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল এই মর্মে যে অনুরোধ সরকারের কাছে রেখেছিলেন,তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শ্রী খাড়গে এবং ডক্টর সিং-এর পরিবারের সদস্যদের জানিয়েছেন।