প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু বার্ষিকীতে সারা দেশ আজ তাঁর স্মৃতি তর্পন করছে। সকালে নতুন দিল্লিতে বাজপেয়ীজীর সমাধি সদৈব অটল-এ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারি বাজপেয়ী দেশ গঠনে তাঁর অসামান্য অবদানের জন্য চির স্মরণীয় হয়ে থাকবেন।
Site Admin | August 16, 2024 4:56 PM