প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতিভবন সূত্রে জারি করা এক নির্দেশনামায় ১৯৮৩ ব্যাচের আইএএস সুদনকে এই পদে নিয়োগ করা হল। তিনি মনোজ সোনির স্থলাভিষিক্ত হলেন। ২০২০-র জুলাইয়ে প্রীতি সুদন স্বাস্থ্য মন্ত্রক থেকে অবসর নিয়েছিলেন।
এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারতের মত গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।