মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2024 12:37 PM

printer

প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্ট, এবছরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নতুন করে নেবার নির্দেশ দেয় কিনা, আজ সেদিকেই নজর থাকবে সবার।

প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্ট, এবছরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নতুন করে নেবার নির্দেশ দেয় কিনা, আজ সেদিকেই নজর থাকবে সবার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ মেনে গতকাল হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার। নিট ইউজি ২০২৪ এ গণহারে অনিয়মের কথা অস্বীকার করে এতে বলা হয়েছে, আইআইটি মাদ্রাজের ডেটা বিশ্লেষণের রিপোর্টে, বিরাট মাপের অনিয়মের ইঙ্গিত যেমন নেই, তেমনই, কোনও একটি জায়গার অনেক পরীক্ষার্থী অনিয়মের সুবিধা নিয়ে অস্বাভাবিক বেশি নম্বর পেয়েছে, এমনও নয়।

এই মামলায় ৮ ই জুলাইয়ের শুনানীতে প্রধান বিচারপতির বেঞ্চ, নিটের প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জানতে চেয়েছিলেন। অনিয়মের সুবিধা নেওয়া পরীক্ষার্থীদের আলাদা করা সম্ভব কিনা, তাও জানাতে বলা হয়।

হলফনামায় জানানো হয়েছে, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চার দফায় নিটের কাউন্সেলিং করাতে চায় কেন্দ্র। কোনও পড়ুয়ার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে কাউন্সেলিংয়ের যে কোনও পর্যায়ে বা তার পরেও সেই পড়ুয়ার প্রার্থীপদ খারিজ হয়ে যাবে।

অন্যদিকে এনটিএ-র পেশ করা হলফনামায় বলা হয়েছে, টেলিগ্রামে চৌঠা মে নিটের প্রশ্নপত্রের ছবির ভিডিওটি ভুয়ো।

উল্লেখ্য, প্রায় ২৪ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে, পুনরায় পরীক্ষা নেওয়া শেষ বিকল্প বলে জানিয়েছিল শীর্ষ আদালত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন