মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 20, 2025 9:46 AM

printer

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গতকাল এক কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছেন

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গতকাল এক কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছেন। এখনো পর্যন্ত ৫৬ কোটির বেশি পুণ্যার্থী স্নান করেছেন। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণ স্নান এবং পুজো ও ধর্মীয় রীতি পালন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, রামমোহন নাইডু সহ বহু বিশিষ্ট ব্যক্তি পুণ্যস্নান করেছেন। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানান, মহাকুম্ভ মেলায় আগত যাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় প্রয়াগ রাজ টার্মিনালকে সম্প্রসারিত করা হয়েছে। এছাড়াও তিনি জানান, ভিড় নিয়ন্ত্রণের জন্য বিমান সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ে রেখে চলেছে কেন্দ্রীয় সরকার।

প্রয়াগরাজে কলা কুম্ভ কমপ্লেক্সে ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে এক আলোচনা চক্র আয়োজিত হয়। এই আলোচনা চক্রের উদ্বোধন করেন ইউনেস্কোর দক্ষিণ-পূর্ব অঞ্চলের অধিকর্তা টিম কার্টিস। ২০১৭ সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কুম্ভ মেলা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে গোটা বিশ্বকে নতুন দিশা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন