প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আজ তিন দিনের দর্শনীয় ড্রোন শো শুরু হবে, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে সনাতন ঐতিহ্যের পরম্পরা। এই ড্রোন-শোর মূল আকর্ষণ মহাকুম্ভ সম্পর্কিত আধ্যাত্মিক কাহিনী, যার মাধ্যমে অনন্য ভাবে ফুটিয়ে তোলা হবে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে। এই প্রদর্শনীতে দেশে তৈরি আড়াই হাজার ড্রোন প্রত্যেকদিন এক একটি মৌলিক মূল ভাবনা তুলে ধরবে। সঙ্গমের আকাশে ড্রোণগুলি, সমুদ্রমন্থনের কাহিনী এবং দেবতা ও অসুরদের মধ্যে লড়াইয়ের পর অমৃত কলস লাভের মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলবে।
কুম্ভ কলসের তাৎপর্য প্রদর্শিত হবে এখানে। প্রয়াগরাজে মহাকুম্ভে এই প্রথম এমন বিরাট ড্রোণ শো-এর আয়োজন করা হয়েছে।
যাত্রী ও মেলায় আগত পুন্যার্থীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রয়াগরাজ ডিভিশনের বিভিন্ন স্টেশনে বিশেষ বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ। উত্তর মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠি আকাশবাণীকে সংবাদকে জানিয়েছেন, ২৯ তারিখ মৌনী অমাবস্যা উপলক্ষে বিপুল ভিড়ের কথা মাথায় রেখে মেডিকেল টিম ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মোতায়েন রাখা হয়েছে। বিভিন্ন স্টেশনে চার থেকে ছয় বেডের পর্যবেক্ষণ কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এগুলি ছোট মাপের আইসিইউ হিসেবে কাজ করবে।