প্রয়াগরাজের মহা কুম্ভের সঙ্গম ঘাটে ভীড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৬০ জন। কুম্ভমেলার ডিআইজি বৈভব কৃষ্ণ এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাত ১টা থেকে ২টোর মধ্যে আখড়া রুটে প্রচুর জন সমাগম হয় ফলে ভীড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। ঘটনার পর প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। অ্যাম্বুলেন্সের জন্য গ্রিন করিডোর তৈরি করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও ডিআইজি জানিয়েছেন।
ঘটনার পরই পরিস্থিতি পর্যালোচনার জন্য উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। নিহতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। মহাকুম্ভে আগত পূণ্যার্থীদের তাড়াহুড়ো না করে নিকটতম গঙ্গার ঘাটে স্নান করার জন্য আবেদন জানিয়েছেন শ্রী আদিত্যনাথ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে হতাহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি। শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, পদপিষ্ট হয়ে অন্ততঃ ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন। গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার যে ভাবে নজরদারি ও ব্যবস্থাপনা রাখে, কুম্ভেও এত বিশাল সংখ্যক মানুষের জমায়েতের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিলো বলেও তিনি মত প্রকাশ করেছেন।
মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজ্য সচিবালয় নবান্ন। দিল্লির রেসিডেন্ট কমিশনারকে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়াগ-বিপর্যয়ের ঘটনায় বাংলার কেউ আটকে আছেন কিনা, সে বিষয়ে খতিয়ে খোঁজ খবর নিতে। উত্তর প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তাঁকে। শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লির রেসিডেন্ট কমিশনারের দফতর থেকে এক প্রতিনিধি দল যাচ্ছে।