মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 14, 2025 7:38 PM

printer

প্রয়াগরাজের মহাকুম্ভে  ত্রিবেণী সঙ্গমে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনায় ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী মকর সংক্রান্তি অমৃত স্নান করেছেন।

প্রয়াগরাজের মহাকুম্ভে  ত্রিবেণী সঙ্গমে আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনায় ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী মকর সংক্রান্তি অমৃত স্নান করেছেন। লক্ষ লক্ষ ভক্ত ও সাধুরা অমৃত স্নানে অংশ নিচ্ছেন। মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন আখড়ার মহামণ্ডলেশ্বররা আজ  অমৃত স্নান করেন।  

      পুজো অর্চনা চলছে নির্বিঘ্নে। পুণ্যস্নান শেষে ভক্তরা ঘাটে পুজো  ও প্রার্থনা করেন। ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী অনেকে দান ধ্যানও করছেন। আজ সকালেও বিপুল সংখ্যায় সাধারণ মানুষ গঙ্গা আরতিতে সামিল হন।  

      আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হেলিকপ্টার থেকে ভক্ত ও তীর্থযাত্রীদের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করা হয়।  সমস্ত জায়গাজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৪৫ দিন ধরে এই মেলা চলার সময় থাকছে  ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্হা। প্রায় ২ হাজার ৮-শো সিসিটিভি ও এ আই  ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। আগামী ২৬-শে ফেব্রুয়ারী মহা শিবরাত্রি পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে। ১৪৪ বছর অন্তর এই বিরল মুহূর্ত আসে। সেজন্য এবারের মহাকুম্ভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 কেরালায় আজ শবরীমালা মন্দিরে আয়াপ্পা ভক্তরা মাকারা ভিল্লাপু উপলক্ষে পুজো দেন। মকরসংক্রান্তি পুন্য তিথিতে এই বার্ষরিক উৎসব আয়োজিত হয়ে থাকে। দেড় লক্ষেরও বেশি ভক্ত এতে যোগ দেন।  

      মকর সংক্রান্তি উপলক্ষে জম্মু- কাশ্মীরের মাতা বৈষ্ণো দেবীর মন্দির পূণ্যার্থীদের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। আরতির পর পূন্যার্থীরা মাতা বৈষ্ণো দেবীর দর্শন করেন। গর্ভগৃহ একমাসের জন্য খোলা থাকবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন