প্রবীন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যতদিন ক্ষমতায় বিজেপি রয়েছে, ততদিন বিশ্বের কোনো শক্তি জম্মু কাশ্মীরে ৩৭০ বা ৩৫ এর এ ধাড়া ফিরিয়ে আনতে পারবে না। চিরকালের জন্য সংবিধানের এই ধারাগুলি অবলুপ্ত হয়ে গেছে। শ্রীনগর এবং কাটরায় আজ এক নির্বাচনী র্যালীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি, জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে দায়বদ্ধ। জম্মু কাশ্মীরের মানুষ কিভাবে দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করছে তা বিশ্ব প্রত্যক্ষ করছে। গতকাল প্রথম দফায় ব্যাপক হারে ভোট দেওয়ার জন্য তিনি সকলকে অভিনন্দন জানান। পাকিস্তানের অ্যাজেন্ডা জম্মু কাশ্মীরে কার্যকর হবে না বলেও উল্লেখ করেন তিনি। (বাইট- মোদী-কাশ্মীর)
উল্লেখ্য, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৬১ শতাংশের বেশী ভোট পড়েছে।