প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দল সবসময়ই আদিবাসীদের কল্যাণে ও স্বার্থরক্ষায় সক্রিয় থেকেছে। বিজেপির কাছে আদিবাসী ভাই- বোনেদের গুরুত্ব অপরিসীম। ঝাড়খণ্ডের বোকারোয় চন্দনকিয়ারি কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে এসে আজ তিনি বলেন, গত দশ বছরে তাঁর সরকার ঝাড়খণ্ডকে তিন লক্ষ কোটি টাকা দিয়েছে যা কংগ্রেস আমলের চেয়ে চারগুণ বেশি।
ঝাড়খণ্ড মুক্তিমোর্চা সরকারের সমালোচনা করে মোদি বলেন, সোরেন সরকার রাজ্যকে লুঠ করেছে। বিজেপি কিন্তু সকল রাজ্যবাসীকে শিক্ষা, বাসস্থান, চাকরি দিতে চায়। তিনি আরও বলেন, উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়ার পর এবার ঝাড়খণ্ডবাসী পাইপের মাধ্যমে গ্যাস পাবেন।গোগো দিদি যোজনার প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। প্রধানমন্ত্রী জানান, সূর্যঘর নিখরচায় বিদ্যুৎ প্রকল্পের আওতায় সোলার প্যানেল বসানোর জন্য এককালীন ৭০- ৮০ হাজার টাকা দেওয়া হবে।