প্রবীণ পরমাণু বিজ্ঞানী এবং ভারতের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি ডঃ রাজাগোপাল চিদাম্বরম প্রয়াত হয়েছেন। ৮৮ বছর বয়সে আজ সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের পরমাণু অস্ত্র কর্মসূচিতে এবং ১৯৭৪ সালে প্রথম পরীক্ষা মূলক বিস্ফোরণের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি একসময় ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা এবং ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের অধিকর্তা হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৯৯ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডক্টর চিদাম্বরম এর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পারমাণবিক শক্তিক্ষেত্রে তার কাজের জন্য সমগ্র জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে।