মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 8, 2024 9:26 PM

printer

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই ও শহরতলীর বিভিন্ন এলাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আজ জনসাধারনকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই ও শহরতলীর বিভিন্ন এলাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আজ জনসাধারনকে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। মহারাষ্ট্রের বৃষ্টিজনিত পরিস্থিতি পর্যালোচনা করতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন শ্রী শিন্ডে। পরে সাংবাদিকদের তিনি জানান, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সব সংস্থাই প্রস্তুত রয়েছে। শহরে সড়ক ও রেল চলাচল পুনরায় শুরু হলেও নীচু এলাকাগুলিতে জল জমে রয়েছে। বিমান চলাচলও মারাত্মক প্রভাবিত হয়েছে। কম দৃশ্যমানতার জন্য ৫০টি উড়ান হয় বাতিল নয় ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর, আগামীকাল মুম্বাইতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারী করেছে। সাভারকার মার্গে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩শো১৫ মিলিমিটার। বৃহন্মুম্বাই পুরনিগম জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কিছু কিছু জায়গায় কোমড় সমান জল জমে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ শহরের স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষনা করা হয়।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, সিন্ধুদুর্গ জেলার নীচু এলাকা থেকে ৩শো৭৪ জনকে উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন